গত ২৫ মে দিবাগত রাতে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের সন্নিকটে মেট্রোপলিটন কলেজ রোড সংলগ্ন চানাচুর ফ্যাক্টরির পাশে গোলাম হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। পুলিশ এই হত্যাকান্ডে জড়িত থাকায় ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাডাঙ্গা মডেল থানার মুসা সড়কের মোঃ ইসলাম বিশ্বাসের পুত্র হাসান বিশ্বাস (২২), মেট্রোপলিটন কলেজের সামনের এলাকার মোঃ আবু বক্কর সরদারের পুত্র আলামিন সরদার সুজা (২৫) এবং সজীব সরদার (২২)।
কেএমপি সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত আসামিদের সনাক্ত করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এবং ময়ুর ব্রীজের দক্ষিণ পাশে অভিযান চালায়। অভিযানে হত্যাকান্ডে জড়িত থাকায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
খুলনা গেজেট/ এমএনএস