খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় রাজীব পরিবহনের ম্যানেজারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- রাজীব পরিবহনের ম্যানেজার ইমরান হোসেন ও এম জামান পরিবহনের চালক মো. আল আমীন।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, দুইজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সকাল থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
গত বুধবার গোপালগঞ্জ থেকে বাসে আসার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে রাজীব পরিবহনের হেলপার ও সুপারভাইজার। এই সংবাদ শুনে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা ছুটে এলে তাদের ওপরও হামলা চালান বাস শ্রমিকেরা। এসময় বাস শ্রমিক ও খুবি শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে খুবির ১৫-২০ জন শিক্ষার্থী আহত হন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাস ও কাউন্টার ভাঙচুর করে।
খুলনা গেজেট/এনএম