দেশের মাঠে আবারও ন্যক্কারজনক ঘটনা ঘটল। বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ফুটবল ম্যাচ চলা অবস্থায় জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তোলার জন্য হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন এক দর্শক।
নিষ্প্রাণ ম্যাচ চলছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ ও নেপাল কেউই পারছিল না গোল করতে। দুই দলের ফরোয়ার্ড ও মাঝ মাঠের খেলোয়াড়রা একাধিক গোলের সুযোগ সৃষ্টি করলেও কেউই লক্ষ্যভেদ করতে পারছিলেন না। এমন ম্যাচে এক দর্শকের মাঠে অনুপ্রবেশ কিছুটা হলেও আলোড়ন তুলেছিল।
খেলার ৭২ মিনিটে পূর্ব গ্যালারির প্রাচীর ভেদ করে মাঝবসয়ী এক ফুটবলপ্রেমী মাঠে অনুপ্রবেশ করেন। আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে মাঠে ঢুকে দৌড় দেন সবুজ ঘাসে।
রেফারিরা এসে ওই দর্শককে মাঠ থেকে বের হতে অনুরোধ করলেও সে পকেট থেকে মোবাইল নিয়ে জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। সেই মুহূর্তে মাঠের বাইরে থাকা নিরাপত্তা কর্মীরা দৌড়ে এসে ওই দর্শককে টেনেহিঁচড়ে মাঠ থেকে বের করে দেন।
ইউরোপের মাঠগুলোতে খেলোয়াড়দের সঙ্গে সেলফি বা তাদের জড়িয়ে ধরার ঘটনা প্রায়শই ঘটে। তবে বর্তমানে ঢাকার মাঠে ফুটবল খেলোয়াড়ের সঙ্গে এমন ঘটনা বিরলই বটে। অতীত বলছে, ফুটবলের সোনালি দিনে ঢাকার মাঠে দর্শকদের এমন ঘটনা ঘটতো অহরহ।
জানা গেছে, আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ঢোকা ওই দর্শককে তাদের হেফাজতে রেখেছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে মিরপুর শেরেবাংলায় ক্রিকেট ম্যাচে মাশরাফির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত।
খুলনা গেজেট/এএমআর