খুলনা, বাংলাদেশ | ১৪ আষাঢ়, ১৪৩১ | ২৮ জুন, ২০২৪

Breaking News

  বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ নিহত ২

সেমিফাইনালের আশা বাঁচাতে ভারতের বিপক্ষে আজ জিতলেই হবে শান্তদের

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর সুপার এইটের পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে থাকা বাংলাদেশ দলকে হালকাভাবে নিচ্ছে না ভারত। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে বিক্রম রাঠোর বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তাদের স্পিন বোলিংয়ে দক্ষ অনেকেই আছে যারা এই কন্ডিশনে অনেক ভালো করে। স্পিনারদের জন্য উইকেটে সহায়তা থাকায় তারা সুবিধা পায় এবং তাদের দলে স্পিনারও অনেক। এই ফরম্যাটে প্রতিটি দল কঠিন প্রতিপক্ষ। আমি বিশ্বাস করি টি-টোয়েন্টিতে সহজ ম্যাচ বলে কিছু নেই।’

কন্ডিশন বিবেচনায় এই ম্যাচে ভারত স্পিন নির্ভর একাদশ গঠন করবে বিক্রমের কথায় স্পষ্ট, ‘এই কন্ডিশন আমাদের সাথেও মানানসই, কারণ আমরা একাদশে ২-৩ জন স্পিনার রাখতে পারি। তাই আমি নিজেদের দলকেই সেরা ভাবি। এটাই আমাদের শক্তি।’

এদিকে ৪ ম্যাচে ২৯ রান করা করা বিরাট কোহলিকে নিয়ে বিক্রম বলেন, ‘কোহলিকে ওপেনিংয়ে দেখে কি খুশি নন? আমরা ব্যাটিং অর্ডার নিয়ে ভাবছি না। যেমন আছে তেমন নিয়েই খুশি। যদি কোনো পরিবর্তন আসে তা প্রতিপক্ষ এবং কন্ডিশনের উপর নির্ভর করে আসবে।’

কোহলির অফ ফর্মের পেছনে বিক্রম দায় দেখছেন বোলিং উইকেটের, ‘আমার মনে হয় সবচেয়ে বাজে কন্ডিশনে আমরা খেলে ফেলেছি, নিউইয়র্কে। এখন তাই যত লো স্কোরিংই হোক না কেন, ভালোই লাগবে। আজও ভালোই মনে হলো। তাই আশা করছি ভালো উইকেট পাব। মানে এতটা চ্যালেঞ্জিং হবে না যতটা নিউইয়র্কে ছিল। আর ব্যাটিং ইউনিট হিসেবে যেমন কন্ডিশনই হোক আমাদের মানিয়ে নিতে হবে।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!