খুলনা, বাংলাদেশ | ১৬ আষাঢ়, ১৪৩১ | ৩০ জুন, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

সেমিতে ভারত-ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতি‌বেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ভারতকে উড়িয়ে দিয়েছিল ইংলিশরা। সেই হারের ক্ষতে এবার প্রলেপ দেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল। আরও একবার বিশ্বকাপের সেমি ফাইনাল, আরও একবার মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

দ্বিতীয় সেমি ফাইনালে আজ রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি।

সুপার এইটে তিন ম্যাচের সবকয়টাতে জিতেছে ভারত। এমনকি দাপট দেখিয়েই জিতেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যাটে-বলে আগ্রাসী ছিল রোহিত শর্মার দল। তাই গত ম্যাচের একাদশ নিয়েই আজও মাঠে নামতে পারে তারা। দলে স্পিন-পেসের ভারসাম্য থাকায় উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট।

এদিকে ইংল্যান্ড গত ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনতে পারে আজ। কারণ গায়ানার উইকেটে স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পায়। সেই বিবেচনায় একজন পেসার কমিয়ে স্পিনে অপশন বাড়াতে পারে ইংলিশরা। সেক্ষেত্রে অবশ্য বিশেষজ্ঞ স্পিনার না খেলিয়ে উইল জ্যাককে খেলাতে পারে তারা। এই অলরাউন্ডার টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রাখতে পারবেন।

ভারত একাদশ (সম্ভাব্য) : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদিপ সিং, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য) : জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জোফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!