খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

  নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদককে দল থেকে অব্যাহতি
  আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি; গেজেট শিগগিরই

সীমানা পেরিয়ে চঞ্চলের ‘তাকদীর’

বিনোদন ডেস্ক

দেশে ‘সাড়া’ তোলা চঞ্চল চৌধুরীর ওয়েব সিরিজ ‘তাকদীর’ রিমেক হল প্রতিবেশী দেশ ভারতে। দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে তেলেগু ভাষায় রিমেক হয়েছে এই সিরিজটির, তেলেগুতে নাম এটি পেয়েছে ‘দয়া’। এই সিরিজটির খবর চঞ্চল নিজেই জানিয়েছেন তার ফেইসবুকে পেইজে।

‘তাকদীর’ এ চঞ্চলের চরিত্রটিই তেলেগু ‘দয়া’ সিরিজে করেছেন জে ডি চক্রবর্তী। এই তেলেগু অভিনেতা একাধারে চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক, সুরকার ও সঙ্গীতশিল্পীও।

‘দয়া’ প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে। তবে মুক্তির তারিখ এখনও জানায়নি নির্মাতা প্রতিষ্ঠান। জে ডি ছাড়াও এই তেলেগু সিরিজে অভিনয় করেছেন এশা রেব্বা, রেমিয়া নাম্বিশান, কামাল কামারাজু, জোশ রবি ও পৃথ্বিরাজসহ আরও কয়েকজন।

‘দয়া’ প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে। তবে মুক্তির তারিখ এখনও জানায়নি নির্মাতা প্রতিষ্ঠান। জে ডি ছাড়াও এই তেলেগু সিরিজে অভিনয় করেছেন এশা রেব্বা, রেমিয়া নাম্বিশান, কামাল কামারাজু, জোশ রবি ও পৃথ্বিরাজসহ আরও কয়েকজন।

সৈয়দ আহমেদ শওকী পরিচালিত ‘তাকদীর’ মুক্তি পায় মহামারীর প্রথম বছর ২০২০ সালে। সিরিজের গল্প আবর্তিত হয় লাশবাহী ফ্রিজার ভ্যানচালক তাকদীরকে (চঞ্চল চৌধুরী) ঘিরে। সিরিজে সাংবাদিক আফসানা (সানজিদা প্রীতি) উদ্দেশ্য প্রণোদিতভাবে লোকচক্ষুর আড়ালে রেখে দেয়া একটি ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। ঘটনা মোড় নেয় ভিন্নদিকে।

সৈয়দ আহমেদ শওকী পরিচালিত ‘তাকদীর’ মুক্তি পায় মহামারীর প্রথম বছর ২০২০ সালে। সিরিজের গল্প আবর্তিত হয় লাশবাহী ফ্রিজার ভ্যানচালক তাকদীরকে (চঞ্চল চৌধুরী) ঘিরে। সিরিজে সাংবাদিক আফসানা (সানজিদা প্রীতি) উদ্দেশ্য প্রণোদিতভাবে লোকচক্ষুর আড়ালে রেখে দেয়া একটি ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। ঘটনা মোড় নেয় ভিন্নদিকে।

চঞ্চলের ভাষ্য, তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘মনপুরা’ কলকাতায় রিমেক হয়েছিল ‘অচিন পাখি’ নামে। এছাড়া ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটিও ‘গায়ত্রী’ নামে তেলেগু ভাষায় রিমেক হয়েছে। এবার ‘তাকদীর’ তেলেগুতে রিমেক হওয়ার ঘটনাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের ‘অর্জন’ বলছেন এই অভিনেতা।

চঞ্চলের ভাষ্য, তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘মনপুরা’ কলকাতায় রিমেক হয়েছিল ‘অচিন পাখি’ নামে। এছাড়া ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটিও ‘গায়ত্রী’ নামে তেলেগু ভাষায় রিমেক হয়েছে। এবার ‘তাকদীর’ তেলেগুতে রিমেক হওয়ার ঘটনাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের ‘অর্জন’ বলছেন এই অভিনেতা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!