গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স জয় দিয়েই শুরু করেছে একাদশ বিপিএল মিশন। টুর্নামেন্টটিতে নিজেদের প্রথম ম্যাচেই ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছে ২০১৭ আসরের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে টস হেরে আগে বোলিং করতে হবে সিলেটকে।
আগের দিনের জয়ের কম্বিনেশন না ভেঙে অভিন্ন একাদশ নিয়ে মাঠে নেমেছে রংপুর। বিদেশি ক্রিকেটার হিসেবে জর্জ মানজি, পল স্টার্লিং, সামিউল্লাহ শেনওয়ারি এবং রিস টপলিকে নিয়ে নিজেদের প্রথম ম্যাচের একাদশ সাজিয়েছে সিলেট।
রংপুর রাইডার্স: অ্যালেক্স হেলস, স্টিভেন টেলর, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, শেখ মেহেদী, রাকিবুল হাসান এবং নাহিদ রানা।
সিলেট স্ট্রাইকার্স : আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, পল স্টার্লিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, সামিউল্লাহ শেনওয়ারি, তানজিম হাসান সাকিব, নিহাদ উজ জামান, রিস টপলি এবং আল আমিন হোসেন।
খুলনা গেজেট/এএজে