সন্ধ্যার পর জ্বলে উঠল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইট। ব্যস্ত হয়ে পড়লেন মাঠকর্মীরা। সেন্টার উইকেটে বসানো হল নেট। ডাগ আউটের সামনের টেবিলে রাখা হল ফলের ডালা। বিসিবি প্রেসিডেন্টস কাপের কোনো দলের অনুশীলনের জন্য নয়। জাতীয় দলের নারী ক্রিকেটারদের জন্য এমন আয়োজন।
ড্রেসিংরুম থেকে সবার আগে মাঠে নামলেন জাহানারা আলম ও টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। একে একে এলেন নাহিদা, শামীমা, সুপ্তা, রাবেয়া ও লতা। ফিটনেস সেশন দিয়ে শুরু হল ঢাকায় অবস্থান করা সাত ক্রিকেটারের অনুশীলন।
জাহানারা ও সালমা ২১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন মেয়েদের আইপিএল খেলতে। তাদের প্রস্তুতির জন্য কৃত্রিমআলোয় অনুশীলনের সুযোগ করে দিয়েছে বিসিবি। স্থানীয় কোচ মাহবুব আলী জাকি ও ট্রেনার বৈশাখি করে যাচ্ছেন সহায়তা।
এমন সুযোগ সহসা পান না বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। দীর্ঘদিন পর একাডেমি মাঠ পেরিয়ে তাদের জায়গা হল মূল মাঠে ফ্লাডলাইটে অনুশীলনের। তাইতো স্কিল ট্রেনিংয়ে নামার আগে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লেন তারা।
৪ থেকে ৯ নভেম্বর ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জে পেসার জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে। আগেরবারও তিনি দলটিতে প্রতিনিধিত্ব করেছিলেন। বল হাতে ছড়িয়েছিলেন আলো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথম ডাক পাওয়া অলরাউন্ডার সালমা খেলবেন ট্রায়ালব্লেজার্সের হয়ে।
বিদেশ সফরের আগে বুধবার তারা দিয়েছেন প্রথম কোভিড-১৯ টেস্ট। ১৯ অক্টোবর আরও একটি পরীক্ষা হবে তাদের। দুদফা নেগেটিভ হলে উঠতে পারবেন শারজাগামী বিমানে।
খুলনা গেজেট/এএমআর