মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেছেন, সরকারি কলেজগুলোতে শূন্য পদে নিয়োগ ও পদোন্নতি দিয়ে শিক্ষা ক্যাডারে শৃঙ্খলা আনার চেষ্টা চলছে। কলেজগুলোতে ক্যাডার কর্মকর্তাদের পদ সৃজনের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। কলেজগুলোতে শূন্য পদে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। সাময়িক বরখাস্তের শিকার হয়েছেন যারা তাদের শাস্তি রোধ কল্পে মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তৃতা কালে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। জেলা সম্নেলন ও বিভাগীয় সমাবেশ উপলক্ষে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসিয়েশন এর আয়োজন করে।
প্রধান অতিথি বলেন, শিক্ষা ক্যাডারে নিয়মিত পদোন্নতির ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। অন্যান্য ক্যাডারের সাথে শিক্ষা ক্যাডারের বিদ্যমান বৈষম্য দূর করা হবে। একই সাথে আন্তঃ ক্যাডার নিরসন পরিষদের নেতৃবৃন্দ খুব শীঘ্রই সুসংবাদ পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার আহবায়ক ও সরকারি মুহম্নদ মহাসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদ্যস সচিব ড. মাসুদ রানা খান ও যুগ্ম আহবায়ক প্রফেসর এম এম সহিদুল ইসালাম। বক্তৃতা করেন মাউশি খুলনা অঞ্চালের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ইকবাল আনোয়ার । দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শেষ পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। শনিবার জেলা কমিটি ঘোষণা হবে।
খুলনা গেজেট/এএজে