পবিত্র ঈদুল ফিতর উদযাপন ও খুলনা মহানগরীর ৫ থানা এলাকায় দলীয় নেতাকর্মি, গণতান্ত্রিক আন্দোলনে খুন-গুম, প্রয়াত, অসুস্থ নেতাকর্মি ও বিএনপি পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি নেতৃবৃন্দ।
গণতান্ত্রিক আন্দোলনে পুলিশী হামলায় নিহত বাবুল কাজী, গুমের শিকার বাবু, প্রায়ত সাবেক সংসদ সদস্য মরহুম এম নুরুল ইসলাম দাদু ভাই, মরহুম কাজী সেকেন্দার আলী ডালিম, মরহুম এস এম মোরশেদ আলম, সরদার আতিউর রহমান, সাবেক মেয়র সিরাজুল ইসলাম, প্রয়াত যুবদল নেতা ইফতেখার বিশ্বাস, নিহত ছাত্রনেতা ওয়াহিদুজ্জামান চঞ্চল, যুবদল নেতা সোহেল, মরহুম রফিকুল ইসলাম, মরহুম আশরাফ আলী ঢালী, মরহুম একেএম শফিউদ্দিন, মরহুম সিরাজুল ইসলাম মেঝভাই, মরহুম ছাত্রনেতা এসএম কামাল হোসেন, মরহুম জালাল উদ্দিন জালু মিয়া, মরহুম এড. মহসীন, ড্যাব নেতা মরহুম ডা. শওকত আলী লষ্কর, সদ্য খুনের শিকার শেখ কালুসহ প্রয়াত সকল পরিবারের সাথে নেতৃবৃন্দ তাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন ও তাদের সকল সদস্যার সমাধানে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া নেতৃবৃন্দ দীর্ঘদিন অসুস্থ ও শয্যাশায়ী বিএনপি নেতা মাষ্টার শফিকুল আলম, আব্দুর রশিদ সর্দার, পক্ষাঘাতগ্রস্থ হরিণটানার মুজিবর ও আজাদ মেম্বার, ২২নং ওয়ার্ড বিএনপি নেতা তরিকুল্লাহ খান ও অসুস্থ মহিউদ্দিন টারজান, ক্যান্সারে আক্রান্ত কবির হোসেন, চোখের জটিল রোগে আক্রান্ত বাবু, অসুস্থ হেদায়েত হোসেন হেদু’র বাড়িতে যান এবং তাদের চিকিৎসার খোজঁ-খবর নেন।
চারদিন ব্যাপী এ শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল উল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, সাদিকুর রহমান সবুজ, শফিকুল ইসলাম শফি, নিজাম উর রহমান লালু, রফিকুল ইসলাম শুকুর, ইকবাল হোসেন খোকন, শেখ জামিরুল ইসলাম জামিল, এইচ এম সালেক, মোল্লা মজিবর রহমান, মিজানুর রহমান ডিকেনসহ বিএনপি থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ দলের বিপুল সংখ্যাক নেতাকর্মি।
খুলনা গেজেট/ টিএ