সাতক্ষীরায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৯টার দিকে কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের রাজপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক দুই ভারতীয় নাগরিক হলো, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কল্যাণী জেলার কল্যাণী গ্রামের মহেন্দ্র সরকারের ছেলে সুধীর সরকার (৫৭) ও নদিয়া জেলার দানতলা থানার ডৌলা পশ্চিম পাড়া গ্রামের বিভূতি রায়ের ছেলে নারায়ণ চন্দ্র রায় (৫১)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন মাদরা বিওপির নায়েব সুবেদার মো. কাজী বদরুল আলমের নেতৃত্ব একটি আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ১০ হতে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর স্থান থেকে দুই ভারতীয় নাগরিক সুধীর সরকার ও নারায়ণ চন্দ্র রায়কে আটক করে। তারা বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। আটককৃত ভারতীয় নাগরিকদ্বয়কে তল্লাশী করে ১টি মোবাইল ফোন পাওয়া যায়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, আটককৃত ভারতীয় নাগরিককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপার্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে