খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে পটিয়ায় বাস-সিএনজি অটো রিকশা সংঘর্ষে নিহত ২
  রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

নতুন বছরের প্রথম দিনে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

শনিবার(১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় ১ জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারী পর্যন্ত ধাপ ধাপে মাধ্যমিক স্তরের ১লাখ শিক্ষার্থীদের মাঝে ৩২ লাখ বই বিতরণ করা হবে।

অপরদিকে, প্রাথমিক স্তরের ২লাখ ২ হাজার শিক্ষার্থীদের মাঝে ১০লাখ ৩৬হাজার বিতরণ করা হবে।

এদিকে, নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা তাদের হাতে নতুন বই পেয়ে আনন্দ উৎফুল্লে মেতে ওঠে।

তবে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে ৬ষ্ট ও ৮ম শ্রেণির বই এখনও সাতক্ষীরায় আসেনি।

এবিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, দুই শ্রেণির বই এখনো সাতক্ষীরাতে আসেনি। পুরো চাহিদার ৬০ শতাংশ বই এসেছে। বাকি বই দ্রুত আসবে বলে জানানা তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!