সাতক্ষীরার উপকূলীয় প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া এলাকায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদারকে সরিয়ে দেয়া হয়েছে। সম্প্রতি তাকে জেলার দায়িত্ব থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঢাকায় আইজিএস সেকশনে বদলি করা হয়েছে। তার স্থালে সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে আশিকুর রহমান নামে এক কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, বদলিকৃত পাউবো’র সবেক নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদারের অধীনে সাতক্ষীরায় সবচেয়ে বড় অভিযোগ ওঠে আশাশুনি উপজেলার প্রতাপনগরের কুড়িকাহুনিয়া নদী ভাঙন রোধের কার্যক্রম নিয়ে। বেড়িবাঁধের ভাঙ্গন পয়েন্টে দেড় কোটি টাক বরাদ্দে ৫৮ হাজার বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং করার কথা থাকলেও সেখানে ৩০ হাজার বস্তার কোন কাজ হয়নি। এই ৩০ হাজার জিও ব্যাগের সমুদয় টাকা ঠিকাদার ও পাউবো কর্মকর্তাদের বিরুদ্ধে পরস্পর জোগ সাজসে আত্মসাতের অভিযোগ ওঠে।
স্থানীয়দের অভিযোগ, বেড়িবাঁধের ভাঙ্গন পয়েন্টে সর্বোচ্চ ২৫ হাজার জিও বস্তা ডাম্পিং করা হয়েছে। বাকীটা কর্মকর্তা ও ঠিকাদারের যোগ সাজসে আত্মসাত করা হয়েছে। এই অনিয়মের তদন্ত চেয়ে কুড়িকাহুনিয়ার শতাধিক গ্রামবাসী স্বাক্ষরিত আবেদন দেয়া হয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সচিবের কাছে।
সম্প্রতি পানি সম্পদ সচিব নাজমুল আহসানের সাতক্ষীরার সফরের সময়ও এনিয়ে তার সাথে কথা বলেন স্থানীয় এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীরা। এছাড়া বেড়িবাঁধ নির্মাণে এই অনিয়মের তদন্ত চেয়ে প্রতাপনগরের কুড়িকাহুনিয়া লঞ্চঘাট এলাকায় মানবন্ধন করেন স্থানীয়রা।
এ নিয়ে খুলনা গেজেট সহ কয়েকটি মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে দৌড়ঝাপ শুরু করেন ঠিকাদার ও পাউবো কর্মকর্তারা। বড় ধরণের অনিয়মের অভিযোগ ওঠার পর পাউবো বিভাগ -২ এর অধীনে ৭/২ পোল্ডারের দায়িত্বে থাকা অভিযুক্ত সেকশনাল অফিসার (এসও) আলমগীরকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়।
খুলনা গেজেট/ টিএ