সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক রিপন সরকার (২০) মারা গেছে। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ মার্চ) ভোর রাত দেড়টার দিকে সে মারা যায়।
নিহত রিপন সরকার সাতক্ষীরা পৌর শহরের পারকুখরালী এলাকার স্বপন সরকারের ছেলে।
এর আগে সোমবার (২৪ মার্চ) বিকাল পৌনে পাঁচটার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছাতিন ইশরাক (১৯) নামের এক যুবক।
গুরুতর আহত অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে শহরের পারকুখরালী এলাকার সুশীল মাস্টারের ছেলে চন্দন (২০)।
এর আগে সোমবার (২৪ মার্চ) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ছাতিন ইশরাক, রিপন সরকার ও চন্দন নামে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে বিকালে তাদের তিনজনকে খুলনায় পাঠানো হয়। এদের মধ্যে ছাতিন ইশরাককে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং চন্দন ও রিপনকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকে ছাতিন ইশরাক মারা যায়।
এদিকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাত দেড়টার দিকে মারা যায় রিপন সরকার। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ সাতক্ষীরায় আনা হবে বলে জানিয়েছে নিহতের পরিবারের সদস্যরা
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম