সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাঁড়ী গ্রামের দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী নুসরাত জাহান রাহি (৯) কে অপহরণ করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ঘাতক জনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখা ও কুল্লা ইউনিয়নবাসীর উদ্যোগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
অভিযুক্ত গ্রেপ্তারকৃত রেজাউল কবীর জনি (২২) ইতিমধ্যে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল ইমরান, সাধারণ সম্পাদক শারাফাত হোসেন, নিহতের বাবা রবিউল ইসলাম, মা সাবিনা খাতুন, সুজন হোসেন প্রমুখ।
সভায় বক্তারা দ্রুত মামলা নিষ্পত্তি করে আসামির ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার শিশু রাহিকে হলুদ ক্ষেতে ডেকে নিয়ে স্বর্নের দুল খুলে দিতে বলে। এতে সে অস্বীকার করে এবং বাড়িতে বলে দেওয়ার কথা জানালে তাকে হত্যা করে হাত পা বেঁধে পাশ্ববর্তী পুকুরে ফেলে হত্যা করা হয়।
খুলনা গেজেট/এএজে