সাতক্ষীরায় মানবপাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের রেজিস্ট্রি অফিস এলাকায় অবস্থিত লামিম ভিসা প্রসেসিং অফিস থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৪৪)। তিনি দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির প্রলোভন, দেখিয়ে সহজ-সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে পাচার করে আসছিলেন।
এ মামলার বাদী খুকুমনি (২৭) অভিযোগে জানান, আসামিরা তাকে সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তাকে সেখানে পাঠিয়ে দালালের মাধ্যমে যৌন কাজে বাধ্য করে এবং অমানুষিক নির্যাতন চালানো হয়। কোনোভাবে পালিয়ে সৌদি পুলিশের সহায়তায় তিনি দেশে ফিরে আসেন। এরপর পুনরায় আসামিরা তার সঙ্গে ভয়ভীতি দেখিয়ে টাকার জন্য চাপ সৃষ্টি করে।
বাদীর অভিযোগের ভিত্তিতে আদালতে মামলার আবেদন করা হয়, যা বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩-এর ৩১/৩২/৩৫/৩৬ ধারায় নথিভুক্ত হয়। আদালতের নির্দেশে সাতক্ষীরা সদর থানা পুলিশ অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত মন্ডল জানান, মানবপাচার চক্রের সদস্য মনিরুল ইসলামকে আটক করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও এ চক্রের আরেক সদস্য রফিকুল ইসলামকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই চক্রটি সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করে আসছিল। মানবপাচার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন এলাকাবাসী।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানান তিনি।
খুলনা গেজেট/এএজে