খুলনা, বাংলাদেশ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বরগুনার পাথরঘাটায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একসঙ্গে তিন ভাইয়ের মৃত্যু
  স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ২ জনে
  লক্ষ্মীপুরে হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ মার্চ) বেলা ১১ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাবেক মুক্তিযুদ্ধ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মোশু, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক মোঃ আরাফাত হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে জেলার ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সকল সদস্যদের সম্মানি, উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!