সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক অভিযান চালিয়ে ঢাকাগামী একটি পরিবহন থেকে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক ৫ মণ গোবিন্দভোগ আম জব্দ করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়স্থ পরিবহন কাউন্টারে দাঁড়িয়ে থাকা যমুনা লাইনের একটি পরিবহন থেকে এই আম জব্দ করা হয়।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক নিজাম উদ্দিনের মারফতে এ তথ্য জানা যায়। তিনি জানান, যমুনা লাইন নামের একটি পরিবহনে করে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক গোবিন্দ ভোগ আম ঢাকায় পাঠানো হচ্ছে -এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিন্টু পদ পালের নেতৃত্বে রাত সাড়ে ১০টায় শহরের সঙ্গীতা মোড়স্ত পরিবহন কাউন্টারে অভিযান চালানো হয়। এ সময় যমুনা লাইন পরিবহন থেকে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক ৫ মণ গোবিন্দভোগ আম জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যমুনা লাইনের সুপারভাইজার আশিকুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে গাড়ির চাকায় পৃষ্ট করে জব্দকৃত কেমিক্যাল মিশ্রিত আম নষ্ট করে ভ্রাম্যমান আদালত।
খুলনা গেজেট/জেএম