সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আমানুল্লাহ (৬৫) নামের ভ্যান চালক এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা সোয়া ১২ টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের অগ্রগতি সংস্থার সামনে এই ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক বৃদ্ধ আমানুল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার লাভসাহ ইউনিয়নের তালতলা গ্রামের মৃত বরকতুল্লাহর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ আমানুল্লাহ ভ্যানে করে ভুষির বস্তা নিয়ে পাটকেলঘাটার দিক থেকে সাতক্ষীরায় আসছিলেন। পথিমধ্যে বেলা সোয়া ১২ টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের অগ্রগতি সংস্থার সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী এমাদ পরিবহনের একটি গাড়ি পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তার উপর পড়ে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন বৃদ্ধ আমানুল্লাহ। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক এমদাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এনএম