খুলনা, বাংলাদেশ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পাবনার ঈশ্বরদীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
  কে‌সি‌সির অব্যহতিপ্রাপ্ত প্যানেল মেয়র-৩ সংরক্ষিত ৫ নম্বর আসনের সাবেক কাউন্সিলর এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু গ্রেপ্তার

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে এবং সমতা-নায্যতা, ন্যায় বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার আহবানে সাতক্ষীরায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১ টায় জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও রূপান্তরের সহযোগিতায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা নাগরিক প্লাটফর্মের ভারপ্রাপ্ত আহবায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, স্বদেশ এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক স্বপন পান্ডে, বিপ্লবী ওয়ার্কাস পার্টির ডা.মনসুর আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদের স্বপনশীল, সংবাদকর্মী নাজমুল আলম মুন্না ও সেলিম হোসেন, নদী ও বনরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমি অধিকার পরিষদের সভাপতি মোঃ বাবলু হাসান, নদী বোন ও পরিবেশ রক্ষা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানারা খাতুন রিনা, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, হৃদয় মন্ডল প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, শিশু আছিয়া-আনিকাসহ সকল ধর্ষিত নারী ও শিশুর ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দায়িত্ব ও রাষ্ট্রকে নিতে হবে। নারীর চলাফেরা, বাকস্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও ঘরে বাইরে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশু বিবাহরোধে প্রচলিত আইনের যুগ উপযোগী সংস্কার ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সকল গণপরিবহনে নারীর জন্য পৃথক আসন নিশ্চিত করতে হবে এবং পরিবহন শ্রমিকদের পরিচয় পত্র নিশ্চিত করতে হবে, সকল নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিচার ও শাস্তি সরকার ঘোষিত ৯০ দিন সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তী সরকার প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!