ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ১৪ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির বিষয় জানানো হয়েছে।
জেলা প্রশসন কর্তৃক গৃহীত কর্মসূচি অনুযায়ী ১৪ জুলাই সাতক্ষীরা কাটিয়াস্থ জেলা ডাক বাংলোর জায়গায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন এবং জেলা জনবহুল স্থানে জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভুমিকা নিয়ে চলচিত্র প্রদর্শন করা হবে।
১৬ জুলাই আশাশুনি উপজেলায় প্রতাপনগর ইউনিয়নে ইউনাইটেড একাডেমীর পার্শ্বে ৩ জন শহিদের নামে Steet Memory Stamp স্থাপন করা হবে।
১৮ জুলাই সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়, সাতক্ষীরা হতে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হবে। আহত ও শহীদদের পরিবার ম্যারাথনের অগ্রভাগে থাকবে।
১৯ জুলাই সাতক্ষীরা কালেক্টরেট পার্কে জেলায় শহিদ চার জনের নামে বৃক্ষ রোপন করা হবে।
২১ জুলাই জেলার সকল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের স্মরণে অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।
২৪ জুলাই শিশু শহিদদের স্মরণে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা আয়োজন করতে হবে। জেলার সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী “২৪ এর রঙ্গে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতা, সৃজনশীল রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এছাড়া জেলার স্কুলগুলোতে জুলাই ২৪ নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৮ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
৩১ জুলাই জেলার সমস্ত কলেজে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে। একই দিনে উপজেলা থেকে স্কুল এবং কলেজ পর্যায়ে ১ম স্থান অধিকারীর ফলাফল ২৭ জুলাই তারিখের মধ্যে জেলায় প্রেরণ করতে হবে। জেলা পয়ায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে বিভাগীয় পর্যায়ে প্রেরণ করা হবে।
৩৩ জুলাই (২ আগস্ট ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের নিয়ে সমাবেশ ও Mothers of July সহ জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
৩৪ জুলাই (৩ আগস্ট ২০২৫) জেলা জনবহুল স্থানে জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভুমিকা নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
৩৫ জুলাই ২০২৫ (৪ আগষ্ট) সাতক্ষীরা জেলার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরাতে সমাগম অনুষ্ঠান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। একই দিনে জেলার জনবহুল স্থানে ‘Spot light on July Heroes’ সহ জুলাই নিয়ে বানানো চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
৩৬ জুলাই (৫ আগস্ট ) সকাল ৯টায় জেলায় নির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে জেলার সকল বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই অভ্যূত্থানে অংশগ্রহণকারী শহিদদের পরিবারের সদস্য ও আহত ছাত্র-জনতাসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন। জেলার সকল ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে প্রার্থনার আয়োজন করা হবে। জেলার জনবহুল স্থানে জুলাই আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। বিকাল ৫টায় সাতক্ষীরা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হবে।
খুলনা গেজেট/এএজে