খুলনা, বাংলাদেশ | ৭ ফাল্গুন, ১৪৩১ | ২০ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান ; দুই সন্ত্রাসী নিহত, গ্রেপ্তার পাঁচ
  কুয়েটে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের, আসামি অজ্ঞাত পরিচয় ৪০০/৫০০ ব্যক্তি

সাংবাদিক শেখ দিদারুল আলম ওয়াসা’র সদস্য মনোনীত

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় অনলাইন ‌‘খুলনা গেজেট’ এর যুগ্ম সম্পাদক ও ইউএনবি’র সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শেখ দিদারুল আলম খুলনা ওয়াসা বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন।

জানা যায়, স্থানীয় সরকার বিভাগের ৩০ অক্টোবর ২০১৪ তারিখের ৪৬,০০,০০০০,০৬৪,১৪,২১,১১৩,১০২৪-২০০ নং প্রজ্ঞাপনে ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর খারা ৪ দ্বারা সথি বেশিত ধারা ৪২ক প্রয়োগ করে খুলনা ওয়াসা বোর্ড বাতিল করা হয়। তদপ্রেক্ষিতে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ৪২কা(২) প্রয়োগের মাধ্যমে খুলনা ওয়াসা’র কর্মসম্পাদনে সহায়তার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এর প্রতিনিধি, অর্থ বিভাগ এর প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয় এর প্রতিনিধি, স্বাস্থ্য সেবা বিভাগ এর প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, পানি ব্যবহারকারীগণের প্রতিনিধি সাংবাদিক শেখ দিদারুল আলম এবং ছাত্র প্রতিনিধি ইব্রাহিম খলিল। আর সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সংশ্লিষ্ট ওয়াসা’র সচিব।

গঠিত কমিটি ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ৪২ক (২) প্রয়োগের মাধ্যমে খুলনা ওয়াসা’র কর্মসম্পাদনে সহায়তা করবেন এবং কমিটির সদস্যবৃন্দ বোর্ডের সকল ক্ষমতা প্রয়োগ করবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!