খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

সাংবাদিকদের অংশগ্রহনে খুলনায় সিজিএস আয়োজিত ফ্যাক্ট-চেকিং কর্মশালা

গেজেট ডেস্ক

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) একটি ফ্যাক্ট-চেকিং কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৯ জানুয়ারি) খুলনার সিটি ইন হোটেলে কর্মশালার আয়োজন করা হয়। সিজিএস বাংলাদেশের সকল বিভাগীয় শহরে এই ধরনের কর্মশালা আয়োজন করছে। এরই অংশ হিসেবে এই কর্মশালা খুলনায় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ২২টি জাতীয় ও স্থানীয় টিভি, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ২৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সাংবাদিকদের তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বাড়াতে এই কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, “আজকের দ্রুতগতির ডিজিটাল যুগে ভুল/ভুয়া তথ্য ও গুজব মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জনআস্থার সংরক্ষণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে সহায়ক। এই কর্মশালা পেশাদার সাংবাদিকদের প্রয়োজনীয় টুলস ও কৌশল সম্পর্কে ধারণা দিবে, যা তাদের কাজকে আরও দায়িত্বশীল করতে সহায়তা করবে।”

কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন এএফপি বাংলাদেশ’র ফ্যাক্ট-চেকিং সম্পাদক কাদারউদ্দিন শিশির। তিনি তথ্য যাচাইয়ের কৌশল এবং আধুনিক ফ্যাক্ট-চেকিং টুলস ব্যবহারের উপর বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালার সময় অংশগ্রহণকারীরা এই পদ্ধতিগুলো তাদের পেশাগত কাজে কীভাবে প্রয়োগ করা যায় তা শিখেছেন।

এক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, “এখানে শেয়ার করা কৌশলগুলো আমাদের পেশার সঙ্গে সরাসরি প্রাসঙ্গিক এবং এটি দায়িত্বশীল রিপোর্টিংয়ে সহায়ক হবে।”

এক নারী সাংবাদিক আরও বলেন, “এই কর্মশালা আমার ফ্যাক্ট-চেকিং সম্পর্কে ধারণা বিস্তৃত করেছে এবং আমাকে ভুল তথ্য মোকাবেলায় আরও আত্মবিশ্বাসী করেছে। এটি আমাদের পেশাগত মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

কর্মশালায় সিজিএস বাংলাদেশে ফ্যাক্ট-চেকিং পরিস্থিতি নিয়ে পরিচালিত গবেষণার কথাও উল্লেখ করে। এই গবেষণার অংশ হিসেবে কর্মশালার পরে একই ভেন্যুতে একটি ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি) অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা তথ্য যাচাইয়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, যা মিডিয়া পেশাজীবীদের সহায়তায় সিজিএস-এর গবেষণাকে আরও সমৃদ্ধ করবে।

কর্মশালার সময়, সিজিএস একটি নতুন মিসইনফরমেশন ট্র্যাকিং প্ল্যাটফর্ম, ফ্যাক্টচেকিং হাব (www.factcheckinghub.com), সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য সরবরাহ করবে। এটি বিভিন্ন প্রতিষ্ঠিত ফ্যাক্ট-চেকিং সংস্থার তথ্য একত্রিত করে একটি কেন্দ্রীভূত তথ্যভাণ্ডার হিসেবে সবাইকে তথ্য দিয়ে সহায়তা করবে।

এক অংশগ্রহণকারী বলেন, “ফ্যাক্টচেকিং হাব একটি চমৎকার প্ল্যাটফর্ম যা এক জায়গায় নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করেছে। এটি ভ্রান্ত তথ্য সনাক্ত করতে আমাদের অনেক সাহায্য করবে।”

আরেকজন মন্তব্য করেন, “এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আজকের চ্যালেঞ্জিং মিডিয়া পরিবেশে এমন একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম অত্যন্ত প্রয়োজনীয়।”

এই কর্মশালাটি সিজিএস-এর “ডিফেন্ডিং ডিজিটাল স্পেসেস অ্যান্ড ইউনাইটিং এগেইনস্ট মিসইনফরমেশন ইন বাংলাদেশ” প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজন করা হয়। উদ্ভাবনী উদ্যোগ ও গবেষণার মাধ্যমে সাংবাদিকতা উন্নয়ন ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে সিজিএস তার অঙ্গীকার রক্ষা করে চলেছে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস):
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) বাংলাদেশ ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক যা সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র এবং উন্নয়নের বিষয়ে গবেষণা ও মিডিয়া স্টাডি পরিচালনা করে। দ্রুত পরিবর্তনশীল জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় এটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো শিক্ষাগত সম্প্রদায়, সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে শাসনের মান উন্নত করা, বাংলাদেশের নিরাপত্তার চাহিদা পূরণ করা, দারিদ্র্য নিরসনের জন্য উপলব্ধ সম্পদের দক্ষ ও বিচক্ষণ ব্যবহার করার শর্ত তৈরি করা, মানব সম্পদ উন্নয়ন, এবং বর্ধিত গণতন্ত্রীকরণ, অংশগ্রহণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলার স্থিতিশীলতা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!