পাকিস্তানে ভারতের হামলার পর একরকম জয়জয়কার অবস্থার সৃষ্টি হয়েছে বলিউড তারকাদের মধ্যে। এই পদক্ষেপের প্রশংসায় সরব হয়েছেন অক্ষয় কুমার, সামান্থা রুথ প্রভু, সুনীল শেট্টি থেকে শুরু করে আরও অনেকেই। শুধু তাই নয়, ভারতীয় সেনার এই সাহসিকতায় মুগ্ধ অভিনেতা রাজকুমার রাও-ও।
তিনি বলেছেন, সুযোগ পেলে ভারতীয় সেনায় যোগদান করতেন তিনি।
‘অপারেশন সিঁদুর’ নামে ভারতের এই পদক্ষেপ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমাদের প্রশাসন যে সিদ্ধান্তই নিক, আমি তাদের সঙ্গে আছি। কারণ যা ঘটে গেছে, তা ঘটা উচিত ছিল না। রাগ হচ্ছে। আবার যন্ত্রণাও হচ্ছে। তাই দেশ হিসেবে আমার সকলে একসঙ্গে আছি। আমাদের সশস্ত্র বাহিনীর জন্যও আমরা ভীষণভাবে গর্বিত।’
রাজকুমার রাও খানিকটা আক্ষেপের সুরেই জানান, অভিনেতা না হলে নিজের দেশের সেনাবাহিনীতে যোগ দিতেন তিনি। অভিনেতার কথায়, ‘সত্যি কথা বলতে ছোট থেকে আমি শুধু অভিনেতা হওয়ারই স্বপ্ন দেখতাম। এই স্বপ্ন পূরণের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। এছাড়া দ্বিতীয় কোনো সত্তার কথা আমি কখনোই ভাবিনি। আমার কাছে একটাই রাস্তা ছিল। কিন্তু যদি আমাকে দ্বিতীয় পেশার কথা ভাবতে বলা হতো, আমি সশস্ত্র বাহিনীতেই যোগদান করতাম। অভিনয় ছাড়া একমাত্র সশস্ত্র বাহিনীতেই আমি যোগ দিতাম।’
সেনাদের দেখে খুব ভাল লাগে বলেও জানান রাজকুমার। অভিনেতাকে দেখা যাবে ‘ভুল চুক মাফ’ নামে একটি ছবিতে। তার বিপরীতে অভিনয় করেছেন ওয়ামিক গব্বি।
খুলনা গেজেট/এএজে