খুলনা, বাংলাদেশ | ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ১৫ বছর পর আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি : মির্জা ফখরুল
  প‌বিত্র ঈদুল ফিতর আজ। আমা‌দের অগ‌ণিত পাঠক, দর্শক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে খুলনা গে‌জেট প‌রিবা‌রের পক্ষ থে‌কে শুভেচ্ছা। ঈদ মোবারক

সরি, সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু

গেজেট ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার হাসিনার সুরে কথা বলছে। হাসিনা যেমন উন্নয়নের গল্প শুনিয়ে ভোটাধিকার হরণ করেছিল, এ সরকারের মধ্যেও সেই সুর বাজতে শুরু করেছে। এ সরকার উন্নয়ন ও সংস্কার না করলে পরবর্তী সরকার বা রাজনীতিকরা তা করবে না- এমন কথা বলা হচ্ছে। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই- সরি, এটা আপনাদের দায়িত্ব না। জনগণ আপনাদের সেই দায়িত্ব দেয়নি। আপনাদের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন।

চট্টগ্রামে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। শুক্রবার চট্টগ্রাম ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে চট্টগ্রামের সর্বস্তরের মূলধারার সাংবাদিকরা অংশ নেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, আমির খসরু মাহমুদ চৌধুরীর একান্ত সচিব মোহাম্মদ সেলিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আমির খসরু আরও বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা সবাইকে ধারণ করতে হবে। সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি তথা গণতান্ত্রিক সরকার। বাংলাদেশের মালিকানা জনগণের। জনগণকে তা ফিরিয়ে দিতে হবে। এর একমাত্র পথ হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। আমরা এই কাজ করছি, আমরা সেই কাজ করছি, আমরা না থাকলে পরবর্তী সরকার এটা করবে না, সেটা করবে না-এসব কথা বলে লাভ নেই। শেখ হাসিনাও বলতেন, আমরা বাংলাদেশের উন্নয়ন করছি, আপনাদের জন্যই তো কাজ করছি, ভোটের দরকার কী-এসব বলেই ভোটের অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। বর্তমান সরকারও এমন উন্নয়নের গল্প শুনিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বলেই মনে হচ্ছে।

আমির খসরু বলেন, বিএনপি যুগপৎ আন্দোলন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠায়। সংস্কারের ৩১ দফা প্রস্তাব আগেই দিয়েছে বিএনপি। আগামী দিনের নির্বাচনে বাংলাদেশের মানুষ যাদের ভোট দেবে, সংসদে পাঠাবে, সেই জনপ্রতিনিধিরাই উন্নয়ন ও সংস্কার বাস্তবায়ন করবে। বিএনপি জাতীয় সরকার গঠন করবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাচন ছাড়া আর কোনো কাজ নেই বলেও মন্তব্য করেন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!