তারুণ্যের উৎসব উদযাপনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক-বালিকা টূর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা ও ঝিনাইদহ। আর তৃতীয় স্থান অর্জন করেছে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা। রোববার (১৬ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে বালক বিভাগে খুলনা কয়রা উপজেলার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার মজার পোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে ঝিনাইদহ শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বালক বিভাগে সাতক্ষীরা ও বালিকা বিভাগে চুয়াডাঙ্গা বিজয়ী হয়েছে। সাতক্ষীরা তালা উপজেলার লক্ষনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২- ১ গোলে মাগুরা শ্রীপুর সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উদয়ন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে মেহেরপুর সদরের শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল।
বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার(দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু, পিটিআই সুপার মোল্যা ফরিদ আহমেদ, খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার রহমান গাজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলার যুগ্ম আহবায়ক শেখ ফাহাদুজ্জামান, আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি পরিচালক মো. ফজলে রহমান।
খুলনা গেজেট/এম মিলন