অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশনে বনে-জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কমলাপুরে মুগদা থানা বিএনপি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।’
বিএনপির নির্বাচনের দারির সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই দেড় যুগ ধরে আন্দোলন করেছে, কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে। এটা নতুন দাবি নয়।’
স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না যে, এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক-ফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত।’
গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুলের নির্বাচন নিয়ে বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে না পারে।’
খুলনা গেজেট/ টিএ