খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সমাজ

মিজানুর রহমান তোতা

এ সমাজে সততার মূল্য নেই
সত্যবাদীরা ‌উপেক্ষিত, টাকা হবে গাড়ি হবে
স্যালুট দেবে সম্মান করবে
কীভাবে হবে দেখবে না কেউ
চারিদিকে থাকবে লোকলস্কর
রাতারাতি হবে সমাজপতি, চলাচল বাহাদুরি স্টাইল
মার্সিডিজ পাজেরোর ধুলায় সততার জীবন নাজেহাল ওষ্টাগত।

সৎপথে চললে কেউ দাম দেয় না, নাক সিটকায়
সমাজ করে অবজ্ঞা, অসততার পাল্লা ভারি
ছেঁড়া স্যান্ডেল, চুল উসকো খুসকো,
পেট পিঠে হবে না কেউ বন্ধু–

জমপেশ আড্ডায় ছেলেবেলার বন্ধুদের অট্টহাসি
পাশ দিয়ে হাঁটলে আঙ্গুল তুলে বলে সততার মাস্টার
তাচ্ছিল্যভাব, যোগ্যতা নেই সুযোগ পায়নি তাই সৎ,
পায় না তাই খায় না—
সততার লেবাসধারী বলতেও দ্বিধা করে না কেউ
এই তো সমাজ, এটিই বাস্তবতা, প্রতিবাদ নেই।

এ সমাজ বিত্তশালীদের
এ সমাজ দাপটধারীদের
এ সমাজ দুর্বৃত্তদের লালন করে
এ সমাজ নষ্টদের মূল্যায়ন করে
এ সমাজ সাধারণ মানুষের নয়
এ সমাজ অসৎ হওয়ারই শিক্ষা দেয়
এ সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে অন্যায়
প্রতিবাদ না করে সবাই লেজ গুটায়।

অসভ্যরা সমাজে ছড়ি ঘুরাচ্ছে
বিবেকবানরা নীরবে চেয়ে চেয়ে দেখছে
দুর্নীতিবাজরা খিলখিল করে হাসছে।

সমাজ যেন হয়ে গেছে অসমাজ
স্বীকৃতি দিচ্ছে যতসব অপকর্মের
এ সমাজ সৎ মানুষ চায় না—-
ক্রমাগত আটকে যাচ্ছে মহাফাঁদে
সততার মাস্টার মনোকষ্টে গুমরে কাঁদে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!