খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে পটিয়ায় বাস-সিএনজি অটো রিকশা সংঘর্ষে নিহত ২
  রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

‘সমাজ ও পরিবার গঠনে মায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে রবিবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক সিফাত মেহনাজ এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির।

স্বাগত বক্তব্য রাখেন খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা। অনুষ্ঠানে নারী নেত্রী সাকেরা বানু ও এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু বক্তব্য রাখেন। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজ ও পরিবার গঠনে মা’দের ভূমিকা খুবই গুরুত্বপূর্র্ণ। মা হলো একটি প্রতিষ্ঠান, মায়ের ঋণ কোন দিন শোধ হবার নয়। এই পৃথিবীর মা’ই হলো আমাদের সবচেয়ে কাছের আপনজন। মায়া-মমতা-ভালবাসা দিয়ে সন্তানদের আগলে রাখেন মা। একজন মা সন্তান লালন-পালন থেকে শুরু করে সংসারের সকল কাজই করে থাকেন। মায়েদের দায়িত্ব সন্তানদের সঠিকভাবে পালন করা উচিৎ। তাঁরা আরও বলেন, যার সাথে মায়ের দোয়া আছে সে নিজের লক্ষ্যে পৌঁছাবেই। শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই মা দিবস পালন করা উচিৎ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সকল মা’দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!