খুলনা, বাংলাদেশ | ২৭ মাঘ, ১৪৩১ | ১০ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা : মির্জা ফকরুল
  রাজধানীর সোবহানবাগ থেকে সাবেক মন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার
  চার দিনের রিমান্ডে আনিসুল, সালমান ও পলকসহ ৪ নেতা

সন্ধ্যা থেকে কার্যক্রম শুরু করবে ‘কেন্দ্রীয় কমান্ড সেন্টার’: শফিকুল আলম

গেজেট ডেস্ক

দ্রুত আইনশৃঙ্খলা উন্নতির প্রত্যাশা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সব বাহিনীর সমন্বয়ে খোলা হচ্ছে ‘কেন্দ্রীয় কমান্ড সেন্টার’। যার কার্যক্রম শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার গঠন করা হয়েছে, যা আজ সন্ধ্যা থেকে কাজ শুরু করবে। এর ফলে খুব দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আমরা আশা করছি।

খাদ্য শস্যের দাম কমার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে খাদ্য শস্যের দাম কমছে। এর ইতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়বে।

তিনি আরও জানান, গত পাঁচ মাসে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ইতোমধ্যে অর্থনীতির ১০ শতাংশ উন্নতি হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশ কমে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না।

প্রেস সচিব জানান, বাংলাদেশে কোরিয়ান ইপিজেড নির্মাণের জন্য জমি সংক্রান্ত জটিলতা নিরসন করা হয়েছে। বিনিয়োগকারীদের হাতে জমির কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। এর ফলে বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়বে।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার কোরিয়ান ইপিজেডের জমি দখল করার অপচেষ্টা করেছিল, যার ফলে কোরিয়ার অনেক বিনিয়োগ বাংলাদেশ থেকে সরে গিয়ে ভিয়েতনামে চলে গিয়েছিল। এখন সব সংকট সমাধান হওয়ায় বাংলাদেশে নতুন বিনিয়োগ আসবে।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিরাপত্তাবাহিনীগুলোর প্রধানদের কেন্দ্রীয় কমান্ড সেন্টার তৈরির নির্দেশ প্রদান করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!