খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্বাগত ২০২৫; নতুন বছর বরণে দেশজুড়ে নানা আয়োজন

সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনার আলোচিত সন্ত্রাসী মোঃ পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ী পলাশ‌ ও তার স্ত্রী তিতলী‌কে আটক ক‌রে‌ছে যৌথ বা‌হিনী। শ‌নিবার গভীর রা‌তে তা‌দের আটক করা হয়। এ সম‌য়ে তার কাছ থে‌কে ২‌টি রামদা, ২‌টি চাইনিজ কুড়াল ও বোমা সদৃশ‌্য ৫‌ টি কক‌টেল উদ্ধর করা হয়েছে।

গ্রেপ্তার পলাশ নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ নং গোবরচাকা এলাকার জ‌নৈক সুলতান তালুকদা‌রের ছে‌লে।

পলাশের আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সোনাডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ তদন্ত হাওলাদার সা‌নোয়ার হোসাইন মাসুম। তি‌নি ব‌লেন, সন্ত্রাসী গ্রেপ্তা‌রে যৌথবা‌হিনী নগরী‌তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে আস‌ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবা‌দের ভিত্তিতে শ‌নিবার ২৯ রাত ১২ টার দি‌কে সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় যৌথবাহিনী মাদক ও অস্ত্র উদ্ধারের জন‌্য অভিযান পরিচালনা করে।

অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো: পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) এবং তার স্ত্রী পারভিন সুলতানা তিতলী (২৮) কে (সে সকল সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয় সদস্য) আটক করা হয়। পরবর্তীতে, পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি তল্লাশি করে বাড়ির উঠান হতে ৫টি ককটেল বোমা, ২টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ খুলনার বি‌ভিন্ন থানায় হত্যাসহ ১৫‌টি মামলা র‌য়ে‌ছে। আটক হওয়ার পর তা‌দের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

সন্ত্রাসী পলাশ‌কে আট‌কের খবর জনার পর এলাকার জনগণ নৌবাহিনী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ওই আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায় ত‌ারা।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।

 

খুলনা গেজেট/এইচ/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!