খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি, খুলনায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে
  চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু
  দাবদহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৫ দিন, খুলবে ২৮ এপ্রিল

সনদ নেই, তবুও নামের আগে ডাক্তার পদবী : ২ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বিএমডিসির ডাক্তারি সনদ ব্যতীত নামের আগে ‘ডাক্তার’ পদবী উল্লেখ করা ও প্রেসক্রিপশন লেখায় দুই জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (০৮ আগস্ট) খুলনার রূপসা উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযূনে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

তিনি জানান, আজ সোমবার দুপুরে রূপসা উপজেলার বিভিন্ন এলাকা ও বাজারে তদারকি করা হয়। বিএমডিসির ডাক্তারি সনদ ব্যতীত নামের আগে ডাক্তার পদবী উল্লেখ করা, প্রেসক্রিপশন লেখায় মো. আব্দুর রহিমকে ২৫ হাজার টাকা ও মোঃ সুলতান মাহমুদকে ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!