খুলনা, বাংলাদেশ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে: খলিলুর রহমান
  বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংস্কারের আগে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন জরুরি: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসররা রয়েছেন এবং তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন। তিনি দাবি করেছেন যে, দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা অত্যন্ত জরুরি। শনিবার (৫ এপ্রিল) সকালে ঝিনাইদহে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খান। তিনি বলেন, ‘বর্তমান উপদেষ্টা পরিষদের দু’জন সদস্য বিভিন্নভাবে আওয়ামী লীগের ডামি প্রার্থীদের পুনর্বাসিত করার চেষ্টা করছেন।’

তিনি আরও জানান, ‘নতুন রাজনৈতিক দল বাস্তবায়নকারীরা ঢাকায় বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন, আবার তৃণমূলে গিয়ে তাদের পুনর্বাসিত করছেন। এই কর্মকাণ্ডগুলো তাদের অর্থায়নে চলছে।’

মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!