খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে পটিয়ায় বাস-সিএনজি অটো রিকশা সংঘর্ষে নিহত ২
  রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

সংসদে সংখ্যানুপাতে বঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনের সংখ্যানুপাতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন এর সাতক্ষীরা জেলা শাখা এই মানববন্ধনের আয়োজনে করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জী, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, ‘সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, ‘হেড’ এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, ‘জীবনের জন্য’ এর সমন্বয়কারি জয়ন্তী দাস, গিয়াসউদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, আজ ৫ ডিসেম্বর বিশ্ব মর্যাদা দিবস। ভারতের বিশিষ্ঠ দলিত নেতা বিআর আম্বেদকরের মৃত্যু দিবসটি বিশ্ব মর্যাদা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকারি বিভিন্ন প্রকল্প ও নীতিমালা থাকলেও তার সুবিধা পাওয়া যাচ্ছে না। তাই দেশের একজন সচতেন নাগরিক হিসেবে দলিত জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করতে হবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন এর সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাস।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!