খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু যা বললেন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও নদীতে অস্বাভাবিক জোয়ারের কারণে কয়রা উপজেলায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ মেরামত কাজ পরিদর্শনকে কেন্দ্র করে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুকে জড়িয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য নিজেই। বুধবার (২ জুন) বিকেলে কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে আক্তারুজ্জামান বাবু বলেন, মঙ্গলবার (১ জুন) সকালে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ মেরামতের কাজ পরিদর্শন যাই। সেখানে স্বেচ্ছাশ্রমে কয়েক হাজার মানুষ কাজ করেন। তারা আমার কাছে টেকসই বেড়িবাঁধের জোরালো দাবি তোলে। আমি তাদের আশ্বস্থ করি দ্রুত সময়ের মধ্যে টেকসই বেড়িবাঁধ কাজ শুরু হবে। তখন আমি তাদের সাথে বেড়িবাঁধ মেরামতের কাজে অংশ গ্রহণ করি।

তিনি বলেন, দলের নৌকা প্রতিকের বিপক্ষে অবস্থান নেওয়া এবং কখনও নৌকার প্রতিকের পক্ষ আবার দলের বিদ্রোহীদের উৎসাহদাতা ঘাপটিমারা কয়েকজন ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে এর আগে আম্পান পরবর্তী বাঁধ নিয়ে এমনটি ষড়যন্ত্র করছিলেন এবং তারই ধারাবাহিকতায় গতকাল করেছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমপি বাবু বলেন, ১২০ কিলোমিটার কয়রায় বেড়িবাঁধ একসাথে সংস্কার করা সম্ভব নয়। এছাড়া মোটা অঙ্কের একটি বরাদ্দ পাশ হলেও পানি উন্নয়ন বোর্ড তার কাজ শুরু করতে আরও কয়েকমাস সময় লাগবে। তিনি জানান, টেকসই বেড়িবাঁধ কয়রায় অবশ্যই হবে, ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাড. কেরামত আলী, পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, পাইকগাছার লস্কর ইউপির চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আঃ সামাদ গাজী, আমাদী ইউপির নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জুয়েল, আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ, কয়রা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম জিয়াদ আলী, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার খায়রুল ইসলাম, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গনেশ মন্ডল, খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন মাসুম, কয়রা উপজেলা যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম সজীব, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, জেলা ছাত্রলীগ নেতা মাসুদ রানা প্রমুখ। সূত্র : প্রেস রিলিজ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!