খুলনা, বাংলাদেশ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৭
  হজ নিবন্ধনের সময় বাড়ল

সংগঠন নিষিদ্ধের বিষয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা

গেজেট ডেস্ক

কোনো সংস্থা বা সংগঠন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮নভেম্বর) রাতে এক ব্রিফিংয়ে ইসকন নিষিদ্ধের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ইসকন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দাবি অনেক উঠতে পারে, দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচি দিতে পারে, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থাকে আমরা জড়িয়ে ফেলছি না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, সংস্কারগুলোর সঙ্গে নির্বাচনের একটা ব্যাপার আছে। সংস্কারের প্রস্তাবগুলো আসবে, এগুলোর ওপরে জনগণ কথা বলবে, চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে, যে পদক্ষেপগুলো নেয়ার সেগুলো আমরা নেব। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন শুরু করার প্রাথমিক কাজ হয়ে গেছে।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!