খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত
  সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন মারা গেছেন
  নওগাঁয় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত
  যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা চলতি সপ্তাহেই

ক্রীড়া প্রতিবেদক

প্রায় দেড় মাসের সফরে দুই ফরম্যাটে টানা ছয় ম্যাচ হেরে শূন্য হাতে নিউজিল্যান্ড থেকে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল সকালে ঢাকায় পৌঁছাবেন মাহমুদউল্লাহ-লিটনরা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল ১১টায় দেশে পৌঁছাবে বাংলাদেশ। মধ্যে যাত্রাবিরতি হবে দুবাইয়ে।

অনেক প্রত্যাশা থাকলেও এবার নিউজিল্যান্ডে কোনো জয় পায়নি বাংলাদেশ দল। ওয়ানডে, টি-২০তে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা। যদিও নিউজিল্যান্ডে এমন হতাশার সফরটা দ্রুতই ভুলে যেতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। কারণ দুয়ারে দাঁড়িয়ে এখন আরেকটি সফর। সূচি অনুযায়ী আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশের টেস্ট দল। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দুটি টেস্ট খেলবে মুমিনুল বাহিনী।

নিউজিল্যান্ডে দলের ব্যর্থতার জের ধরেই কি না নির্বাচকদেরও গণমাধ্যমে কথা বলায় বিধিনিষেধ আরোপ করেছে বিসিবি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে। ৫ বা ৬ এপ্রিল দল ঘোষণা করার কথা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। নিউজিল্যান্ডের মতোই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের স্কোয়াডটা ১৮ থেকে ২০ জন ক্রিকেটার থাকবেন। করোনাকাল বলেই স্কোয়াডে বাড়তি ক্রিকেটার নেওয়া হবে। ইতিমধ্যে নির্বাচকরা দল তৈরি করে বোর্ডে জমা দিয়েছেন। বোর্ড সভাপতির অনুমোদনের পরই ঘোষণা হবে দল। যেখানে ফাস্ট বোলার রাখা হতে পারে অন্তত পাঁচ জন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!