সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি’র দু’গ্রুপের একইস্থানে সভা আয়োজনকে ঘিরে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় বিএনপির একাংশের নেতা কর্মীরা শুক্রবার (২৪ জানুয়ারি ) বিকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের জাহাজঘাটা এলাকায় পথসভা করেছে।
পৌর বিএনপির নেতা শামসুজ্জোহা টুটুলের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শেখ রবিউল ইসলাম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আজু মোল্লা, ফরিদ হোসেন, আরেফিন সিদ্দিকী প্রমুখ।
পথসভায় বক্তারা সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীমকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা করেন।
উল্লেখ্য, সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্র হতে আব্দুল আলীমকে সংসদীয় টিমের প্রধান করা হয়েছিল। গত ১৯ জানুয়ারি জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা দেওয়া হয়। পরে পদবঞ্চিত নেতারা বিক্ষোভ শুরু করলে পরবর্তীতে ২১ জানুয়ারি সদস্য সচিবের স্বাক্ষরে ১৯ তারিখের দুটি কমিটিসহ বিএনপি’র পূর্ববর্তী উপজেলা কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়।
এরপর গত ২২ জানুয়ারি একই স্থানে দুটি গ্রুপ সভা ডাকায় সংঘাত এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন পৌরসভা এলাকায় অনিদ্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।
বৃহস্পতিবার বিএনপি নেতা মাষ্টার অহেদের নেতৃতে উদ্ভুত পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনের উদ্যোগ নিলেও পরে তা বাতিল করা হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম জানান, নতুন করে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র কমিটি ঘোষণা ও পরবর্তীতে কমিটি স্থাগিত করার পর দুই গ্রুপের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ার বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ