খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
খুলনায় কামাল স্মরণ সভা

শোককে শক্তিতে পরিণত করে গণতান্ত্রিক আন্দোলনে বিজয় ছিনিয়ে আনতে হবে : হেলাল

নিজস্ব প্রতিবেদক

প্রয়াত ছাত্রনেতা এস এম কামাল হোসেনকে জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত সাহসী সৈনিক অভিহিত করে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “তার অকালে চলে যাওয়া দলের জন্য বিরাট শূন্যতা তৈরি করেছে। দেশের বর্তমান ভয়াবহ দুঃসময় ও কারারুদ্ধ অবস্থায় তার অভাব অনুভব করছেন নেতাকর্মীরা। সরকার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের কর্মীদের ওপর নির্যাতন নীপিড়ন অব্যাহত রেখেছে অভিযোগ করে তিনি বলেন, ৭২ টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তারের পর পুলিশী নির্যাতনে কামাল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন।” তিনি বলেন, কামালকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে গণতান্ত্রিক আন্দোলনের বিজয় ছিনিয়ে আনতে হবে। আর সেজন্য ছাত্রদলের নেতাকর্মীদের ভেতর ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহবান জানান।

শনিবার খুলনায় মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপি নেতা ও ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল এসব কথা বলেন।

বিকেল ৩ টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মহানগর ও জেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক খান আমিরুল ইসলাম আলিম ও মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা। প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি মিজানুর রহমান সজীব, যুগ্ম সম্পাদক মাহাবুব মিয়া, সহ সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান আকতার, সহ সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা জুঁই। মহানগর ছাত্রদল আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তির সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। কর্মসূচি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন ও মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস।

স্মরণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, খান জুলফিকার আলী জুলু, মেজবাউল আলম, আজিজুল হাসান দুলু, রোবায়েত হাসান বাবু, সুলতান মাহমুদ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, এহতেশামুল হক শাওন, মুর্শিদ কামাল, মাহবুব হাসান পিয়ারু, আজিজা খানম এলিজা, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, শেখ তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রনু, আব্দুল আজিজ সুমন, শেখ ইমাম হোসেন, সেতারা সুলতানা, খন্দকার হাসিনুল ইসলাম নিক, সজীব তালুকদার, কাজী নেহিবুল হাসান নেহিম, আনোয়ার হোসেন আনো, মতলেবুর রহমান মিতুল, নাদিমুজ্জামান জনি, মুনতাসির আল মামুন, খায়রুজ্জামান সজীব, শহিদুল ইসলাম, হুমায়ুন কবির রুবেল, রকিবুল ইসলাম, আল আমিন শেখ নয়ন, হাবিবুর রহমান হাবিব, হান্নান শিকদার, ফিরোজ আহমেদ, আমিনুর ইসলাম আমিন, রাসেল আকন বাবু, আসাবুর রহমান, হারুন অর রশিদ, আবু হানিফ, আবু জাফর, হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েতউল্লাহ দীপু, রিয়াজুল ইসলাম খান মুরাদ, কে এম হেলাল হোসেন, ওয়াহিদুজ্জামান খান, কাজী আসিফুর রহমান, স্বপন রহমাতুল্লাহ, রাশিকুল আনাম রাশু, পারভেজ হাসান মিজান, আলী আকবর, মাজহারুল ইসলাম রাসেল, সর্দার মাহিম উল হক, ইউসুফ শেখ, মিজানুর রহমান মৃদুল, ইলিয়াস সরদার প্রমুখ।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!