খুলনা, বাংলাদেশ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কবি হেলাল হাফিজ আর নেই
  শব্দ দূষণের চূড়ান্ত বিধিমালা চলতি মাসে প্রকাশ : পরিবেশ উপদেষ্টা
  রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের জানাজা সম্পন্ন, দাফন হবে বনানী কবরস্থানে
  আ. লীগের রাজনৈতিক মৃত্যু হলেও চরিত্র বদলায়নি : জামায়াত আমির

শুধু আমি রয়ে গেলাম : রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন ডেস্ক

বাংলাদেশে অন্যতম রবীন্দ্র সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার অন্যতম। সেই পাপিয়া এখন সকলকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার মৃত্যু খবরে শোকের ছায়া নেমে এসেছে পাপিয়ার ভক্ত-সহকর্মীদের মাঝে।

পাপিয়া সারোয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একটা সময় এই পাপিয়াকে নিয়েই পথচলা ছিল তাদের। সঙ্গে ছিলেন সাদি মহম্মদ, মিতা হক।

মিতা হক, সাদি মহম্মদ এর মতো এবার না ফেরার দেশে পাড়ি জমালেন পাপিয়া সারোয়ারও। তাদের সেই সঙ্গের মাঝে রয়ে গেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। কাছের মানুষদের হারিয়ে শোকাহত তিনি। তাই দুই বাক্যের বেশি বলতেও পারলেন না এই শিল্পী।

রেজওয়ানা চৌধুরী বন্যা সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘একসঙ্গে গানের জীবনে পথ চলেছিলাম সাদি, পাপিয়া, মিতার সঙ্গে। শুধু আমি রয়ে গেলাম।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় একুশে পদকজয়ী শিল্পী পাপিয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আজ শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা হবে, এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাপিয়া। সর্বশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভাগ্যের পরিণতিতে স্বামী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!