খুলনা, বাংলাদেশ | ৮ ফাল্গুন, ১৪৩১ | ২১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শিল্প-কলকারখানা চালু ও নিউজপ্রিন্ট মিলের বিক্রিত মালামাল সরানোয় প্রতিবাদ

গেজেট ডেস্ক

খুলনায় রাষ্ট্রায়াত্ব পাটকল, নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিলসহ সকল বন্ধকৃত শিল্প কলকারখানা চালু ও কল খুলনা নিউজপ্রিন্ট মিলের মালামাল নামমাত্র মূল্যে বিক্রি ও সরিয়ে নেওয়ার প্রতিবাদ জানিয়েছে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বরে বিসিআইসি’র চেয়ারম্যান, পরিচালক, মিলের ব্যবস্থাপক, কতিপয় প্রভাবশালী দুর্নীতিবাজ সিন্ডিকেটের মাধ্যম খুলনা তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী নিউজপ্রিন্ট মিলের মালামাল বিক্রয় করার জন্য টেন্ডার আহ্বান করেন। ঐ বছর ৭ ডিসেম্বর মেসার্স ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাঃ লিমিটেডের কাছে মাত্র ৬৮ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেছেন, নিউজপ্রিন্ট মিলটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যা ২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টসহ স্থাপনার মূল্য প্রায় “পাঁচশ” কোটি টাকা হলেও প্রভাবশালী দুর্নীতিবাজ ব্যক্তি ও কর্মকর্তাদের যোগ সাজসে প্রতিষ্ঠানটি নাম মাত্র মূল্যে বিক্রি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, অনতি বিলম্বে নিউজ প্রিন্ট মিলের মালামাল বিক্রয় চুক্তি বাতিল করে মিলটি দ্রæত চালু করার জোর দাবি জানাচ্ছি।

যে সকল প্রভাবশালী, দুর্নীতিবাজ কর্মকর্তাগণ, কর্মচারিগণ মিলটি বিক্রয় সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বলেন কেউ যাতে নিউজ প্রিন্ট হতে কোনো মালামাল সরাতে না তার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাশার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম (মাস্টার), অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, আইন সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম পান্না, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম (শিরোমনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, নগর ও পরিকল্পনা সম্পাদক প্রকৌশলী সেলিমুল আজাদ, সংস্কৃতি সম্পাদক মোঃ হায়দার আলী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুর হাসান অপু, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, প্রবাসী বাংলাদেশী এস এম ইকবাল হোসেন বিপ্লব, এস এম মুর্শিদুর রহমান, নির্বাহী সদস্য এ্যাড. মিনা মিজানুর রহমান, এ্যাড. শেখ আবুল কাসেম, এ্যাড. কুদরত ই খুদা, আফজাল হোসেন রাজু, আসাদুজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, মামুন রেজা, তরিকুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোরশেদ উদ্দিন প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!