খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট
  রাজধানীর খিলগাঁওয়ে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে খুলনা নগরীর ময়লা আবর্জনা অপসারণের আহবান

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে খুলনা মহানগরীর সকল আবর্জনা অপসারণে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে খুলনা সিটি কর্পোরেশন, সংশ্লিষ্ট প্রশাসন ও প্রতিষ্ঠানের প্রতি আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি।

শনিবার (০৪ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ দেড় বছর পর বিভাগীয় শহর খুলনার হাজারো শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার আগামী ১২ সেপ্টেম্বর খোলার সাথে সাথে কোলাহলপূর্ণ হয়ে আরও ব্যস্ত নগরীতে পরিণত হবে। দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলো অস্বাস্ব্যকর পরিবেশসহ অতিবর্ষণ ও নগরীর ড্রেন উন্নয়নের কাজের অপ্রয়োজনীয় মাটি, বালু, আবর্জনা সর্বত্র ছড়িয়ে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছে। একই সাথে ড্রেন উচু করায় অতিবর্ষনের ময়লা-আর্বজনা ড্রেন উপচিয়ে মানুষের বসত বাড়িতে প্রবেশ করে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে।

খুলনা মহানগর বিএনপি মনে করে, শিক্ষার সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে ও নগরীর পয়ঃনিস্কাশনের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবী।

(ক) সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
(খ) সকল শিক্ষা প্রতিষ্ঠানের ময়লা আর্বজনা, টয়লেট ও আগাছা পরিস্কার করতে হবে।
(গ) নগরীর সকল ড্রেন থেকে কাচড়া ও মাটি অপসারণ করতে হবে।
(ঘ) নির্মিত ড্রেন এলাকার রাস্তার উপরে স্তুপাকারে অপ্রয়োজনীয় মাটি ও মালামাল দ্রুত অপসারণ করতে হবে।
(ঙ) ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম জোরদার করতে হবে।
(চ) সকল শিক্ষা প্রতিষ্ঠান, ড্রেন ও বসত বাড়িতে মশক নিধন অভিযান করতে হবে।
(ছ) নগরীর ট্রাফিক ব্যবস্থার আরও উন্নত করতে হবে।

বিএনপি নেতৃবৃন্দ উল্লেখিত পরামর্শসমূহ জনস্বার্থে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে সিটি কর্পোরেশন, সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। খবর বিজ্ঞপ্তি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!