খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
  চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

শালিখায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

মাগুরার শালিখা উপজেলার পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা আব্দুল গফফারের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। শুক্রবার (০৭ এপ্রিল)  সকালে পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা আব্দুল গফফারের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা,অসদাচরণের কারণে যশোর বোর্ডের মধ্যে অন্যতম সেরা এই বিদ্যাপিঠটি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে।

তারা আরো বলেন, সম্প্রতি প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের কতিপয় সদস্য অনৈতিকভাবে বিদ্যালয়ের দীর্ঘ দিনের পাঠাগার ভেঙ্গে সেখানে দোকানঘর বরাদ্দ দেওয়ার চেষ্টা করছে। এতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী চরমভাবে ক্ষুব্ধ হয়েছে।
বক্তারা অবিলম্বে লাইব্রেরির স্থলে দোকানঘর নির্মাণ বন্ধ ও ঘরটি সংস্কার করে লাইব্রেরি চালু এবং দুর্নীতি পরায়ন প্রধান শিক্ষকের অপসাণের দাবি জানান।

বক্তৃতা করেন সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সাবেক শিক্ষার্থী খন্দকার মাহাযাব উদ্দিন পল্লব, তুষারকান্তি বিশ্বাস, মো. নায়েব মীর, পুলুম কাজী সালিমা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, আবু হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!