যশোরের শার্শা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে। তাদের কাছ থেকে চার সেট তাস এবং জুয়া বোর্ড থেকে টাকা উদ্ধার হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি রাতে শার্শা থানার অফিসার ইনচাজ (ওসি) কে এম রবিউল ইসলামের নের্তৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয় উপজেলার বিভিন্ন অঞ্চলে। অভিযানে থানার এসআই হযরত আলী সঙ্গীয় অফিসার ফোর্স শার্শা উপজেলা পরিষদের বিপরীত পাশে বাবুর চায়ের দোকানে অভিযান চালান। এ সময় দোকানের ভেতরে জুয়া খেলার সময় হাতেনাতে ৭ জুয়াড়িকে আটক করা হয়। সেখান থেকে চার সেট তাস ও জুয়া খেলার ২ হাজার ১৬৪ টাকা উদ্ধার হয়।
আটককৃতরা হলো, শার্শা রেললাইন পাড়ার রফিকুল ইসলাম (৪৭), জুবায়ের হোসেন(৫০), আক্তারুল ইসলাম (৩৪), বাবু (৩৪), শ্যামলা গাছির নেদা (৫০), সরূপদাহ মাঠপাড়া আব্দুল লতিফ (৬০) ও শ্যামলা গাছির মানিক ঢালী (৩৮)। আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে।
খুলনা গেজেট/এনএম