খুলনা, বাংলাদেশ | ৮ আশ্বিন, ১৪৩১ | ২৩ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  সিএসবি টেলিভিশন সম্প্রচারে বাধা নেই : হাইকোর্ট
  বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
  শিক্ষার্থীদের ওপর হামলা : সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর

শার্শায় নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলামের এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১২টায় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক জীবনের বিনিময়ে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। যারা শহিদ হয়েছে ও আহত হয়েছেন তালিকা করা হচ্ছে, তিনি আরও বলেন বিগত সরকারকে নামানোর জন্য ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তেমনি রাষ্ট্রের পুনর্গঠন নিশ্চিত করতে নিজেদের জায়গা থেকে তারা যেন এখনও ঐক্যবদ্ধ থাকে।”

শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম, শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রথামিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিন, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান ও শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবীবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন খায়রুজ্জামান মধু, হাসান জহির, নাজিম উদ্দিন, আবু তাহের ভারত, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন ও পুলিশ সদস্যসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!