খুলনায় সোহেল রানা (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সোয়া ৫ টার দিকে নগরীর বুড়ো মৌলভীর দরগা রোডস্থ জনৈক আশরাফুল আলমের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। যুবকের দু’ হাত, দু’পা এবং কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত যুবক ওই এলাকার আশরাফ শেখের ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, সোহেল রানা শনিবার রাতে শ্বশুরবাড়িতে অবস্থান করে রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ডাক্তার দেখানোর কথা বলে সেখান থেকে বের হয়ে আসে। স্ত্রী শারমিন একাধিকবার ফোন করে তাকে না পেয়ে পরবর্তীতে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা শয়ণকক্ষের দরজা ভেঙ্গে ফেলে এবং সোহেল রানাকে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তার দু’হাত, দু’পা এবং কপালে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি ধারালো ছুরি উদ্ধার করেছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার অফিসার ইনচার্জ মুনির উল গিয়াস। তিনি বলেন, বিকেল সোয়া ৫ টার দিকে নগরীর বুড়োমৌলভীর দরগা রোডে একটি মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। লাশের সুরাতহাল রির্পোট করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানিয়েছেন।
এলাকাবাসি সূত্রে আরও জানা গেছে, সোহেল রানা দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেন। সেখানকার অর্জিত টাকা বড়ভাই খোকনের কাছে পাঠিয়েছিল সোহেল। এ নিয়ে তাদের দু’ভাইয়ের মধ্যে মনোমালিন্য বিরাজমান ছিল।
খুলনা গেজেট/হিমালয়