খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট
  রাজধানীর খিলগাঁওয়ে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

লোহাগড়ায় সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তায় সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

১০ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে নির্বাহী ম্যাজিষ্টেট ও লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী , নড়াইল সড়ক ও জনপথের সাবডিভিশনাল ইন্জিনিয়ার মোঃ তোফায়েল আলম,লোহাগড়া থানা পুলিশ ও আনসার বাহিনী এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।

সওজ এর ইন্জিনিয়ার তোফায়েল আলম বলেন, এই রাস্তাটি ঢাকা বেনাপোল মহাসড়ক। লক্ষীপাশা চৌরাস্তায় ও খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় সর্বদা জানজট লেগে থাকে। তাছাড়া কয়েকজন ব্যবসায়ী রাস্তার দুপাশ দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। সেক্ষেত্রে যানচলাচল ঝুকিপূর্ণ ও সাধারণ মানুষ চলাচলে সমস্যা হচ্ছে এমন কি যে কোন সময়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। আমরা জনদূরর্ভোগ এড়াতে ও যানচলাচলের সুবিধা জন্য এ অভিযান পরিচালনা করেছি।

এই অভিযানে লোহাগড়া উপজেলার ইউ এন ও, নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি), লোহাগড়া থানা পুলিশ ও আনসার বাহিনী সদস্যগন আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। কোন প্রকার বাধা ছাড়াই আমাদের অভিযান পরিচালনা করে শেষ করেছি।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!