খুলনা, বাংলাদেশ | ৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিল বিএনপি ও জামায়াত
  শ্রম আইন লঙ্ঘন : স্থায়ী নয় ২৩ মে পর্যন্ত জামিনে থাকবেন ড. ইউনূস
  ফরিদপুরের কানাইপুরে বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

লেকে গোসল করতে গিয়ে পর্যটকের মৃত্যু!

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিপুর উপজেলার সীমান্তবর্তী পর্যটন কেন্দ্র শহীদ সিরাজ (নীলাদ্রি) লেকে গোসল করতে গিয়ে রাগীব আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাগীব মিরপুর কাজিপাড়াস্থ প্রবাসীর ফরহাদ আহমদের ছেলে।

জানাগেছে, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তাহিরপুর সদর ঘাট থেকে ১০ বন্ধু মিলে একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হওরে ভ্রমনে যায়। এ সময় তারা ভ্রমন শেষে নিলাদ্রি লেকে গোসল করতে নামেন। গোসল শেষে সবাই লেকের পাড়ে উঠতে পারলেও রাগীব পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে সবাই তাকে খোঁজাখুজি করলেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় জালের মাধ্যমে প্রায় ৩০ মিনিট পর রাগীবের সন্ধান পাওয়া যায়।

উদ্ধারের পর রাগীবকে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ (তরফদার) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘টেকেরঘাট নিলাদ্রি লেকে রাগীব নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছে। নিহতের লাশ তাহিরপুর সদর হাসপাতালেই রাখা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!