খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

রূপসায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনার রূপসায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

সোমবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার।

মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বকর মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার বেনার্জী, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু, তথ্য কর্মকর্তা দিলশানারা, মহিলা উদ্যোক্তা রূপা আক্তার, মাধুরী সরকার, স্বপ্না রাণী পাল, হীরা বেগম, গুলশান ফকির, হাসনা হেনা, জেসমিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগীতায় অংশ নেওয়া বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!