খুলনার পূর্ব রূপসার পৃথক দু’টি স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সন্ত্রাসী হামলার হাত থেকে রক্ষা পেলে অপরজন গুলিবিদ্ধ হয়েছে। আক্রান্ত দু’জনই মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব রূপসার বাগমারা এলাকার বাসিন্দা রুবেলকে হত্যার উদ্দেশ্যে বাগমারা বাসস্টান্ড সংলগ্ন ব্যাংকের মোড়ে আক্রমণ করে সন্ত্রাসীরা। মাগরিবের নামাজের সময় হওয়ায় রুবেল ঘটনাক্রমে সন্ত্রাসী হামলার হাত থেকে বেঁচে যায়। ওই সময়ে মুসল্লিদের উপস্থিতি বেশী হওয়ায় সন্ত্রাসীরা পিস্তল বের করেও তাকে হত্যা করার জন্য গুলি করতে পারেনি। উপস্থিত জনতা বেশি থাকার কারণে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে পলিয়ে যায়। রুবেল ওই এলাকার মাদক ব্যবসায়ী বলে তিনি জানান।
অপরদিকে এ মিশন ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা রামনগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল হক রবিকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়ে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তার বাম হাতে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তিনি আরও বলেন, মাদক ব্যবসা এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় ওই এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। গত ৫ মাস আগে আহত মাদক ব্যবসায়ী পারভেজকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। কিন্তু চিকিৎসা নেওয়ার পর পারভেজ বেঁচে যায়। আহত রবি ওই এলাকার চিহ্নিত দুর্বৃত্ত বিকুল গ্রুপের সদস্য।
এ দু’টি ঘটনায় থানায় আইনী ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি আরও জানান।